বৃষ্টি
আহমাদ কাউসার


বৃষ্টি তুমি করছো কেন
এতো অভিমান
রৌদ্র খরায় যাচ্ছে পুড়ে
কষ্টে বুনা ধান।


ধোঁয়ার মতো উড়ছে ধুলো
ফাটছে খোলা মাঠ
পুকুর পানি শুকিয়ে গেল
মাটি হলো কাঠ।


তপ্তজলে যাচ্ছে মরে
জলাশয়ের মাছ
শুকিয়ে যাচ্ছে গাছের পাতা
মরছে কতো মাছ।


জলের তৃন্ষায় পথের দুর্বা
হারালো যে প্রাণ
সকাক বেলায় যায় না শোনা
দোয়েল পাখির গান।


সদর,কুড়িগ্রাম।