অস্তাচলের পথে
       --- আহমেদ রাজু


মেঘ আমাকে নিতে এসেছে
খুব বেশি সময় নেই হাতে
যেতে হবে বহুদূরে
অন্ধকার সুরঙ্গ পেরিয়ে
অসীম আলোকবর্তিকার কাছে
খুব বেশি সময় নেই হাতে।


আমার খুব কাছের যারা
হৃদয়ের মাঝে অথবা হৃদয়ের কাছাকাছি বসত করে যারা,
তাদেরকেও আর বলা হল না কোন কথা,
অনেকগুলো স্বপ্ন আর বাস্তব করা গেল না।
আর একবার ব্রহ্মপুত্রের জলে
নৌকায় বসে পা-দুটো ডুবিয়ে
বাদাম খেতে খেতে আড্ডাটা আর হলো না।
আর একটি বার তোমার চোখে চোখ রেখে
বলা হলো না অাগামীর কথা।
তোমার হাতে হাত রেখে
সেই নদীটার ওপরে বসে
সূর্যাস্ত আর দেখাই হলো না ।
তরীটা মাঝ নদীতে এসে
ডুবিয়েই দিতে হলো।


অভিযোগ, ক্ষোভ-দুঃখ
এসব জীবনের অংশ
একসময় এগুলো আর অবশিষ্ট থাকে না
কাউকে ভালবাসার তাগিদ থাকে না
কারও প্রতি ঘৃনারও অবকাশ থাকে না।


মেঘ আমাকে নিতে এসেছে
যেতে হবে অনেক দূরে
খুব বেশি সময় নেই হাতে।