আমি সূর্যের মতো আলোকিত হতে চাই
সাড়া পৃথিবী জুড়ে,
আমি সূর্যের মতো উদয় হতে চাই
কোন এক শীতল ভোরে ।
আমায় তুমি জাগ্রত কর
জীর্ণতার ঘরে,
জড়তা যেন ভেঙ্গে পরে সব
ঝর্ ঝর্ ঝর্ করে ।
আমি প্রখর হয়ে তীক্ষ্ন সুরে
গাইব প্রেমো গান,
জ্বলনত শিখা হয়ে জ্বলিব আমি
ভাঙ্গিব হিংসুকের মান ।
হিংসা_দ্বেষ করিব শেষ
গড়ব সোনার দেশ,
আমার মাঝে আমিত্বকে
করব এবার পেশ ।
আমায় তুমি শক্তি ক্ষানি
দাওগো বারং বার,
আঁধার থেকে বলছি আমি
আলোর দাবিদার ।


রচনা:09/02/2018 ইং ।
(বিকাল 4 টায়) নিজ গৃহে ।