তোমার রওজায় টাকা নেই, নবীজী
অথচ দুনিয়া আমারে বলে টাকা, টাকা, টাকা
আমি কেন যাবো তোমার কাছে?


তোমার মাজার ঘিরে হাজার মাইল
দূরত্ব, সীমান্ত আর অর্থের বেড়া
সেই অর্থের জন্য মানুষ আমারে
এহেন কর্ম নেই, করতে বলে না
বলে ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ার কথা
তোমার মদিনাতে কেউ ঠেলে না


তোমার রওজা ঘিরে টাকার কথাটি নেই
অথচ আমারে সবাই মিলে
খেদায়, টাকার পেছনে শুধু
তোমার পেছনে কেউ না


আমি কেন যাবো—কেন তোমার কাছেই?
ইয়া রাসুলুল্লাহ সা.?


আমারে পাঠাও সুদূরে
মেরুপৃথিবীর কোনো নির্জনতায়
যেখানে শুধুই টাকা টাকা খেলা


করো দীর্ঘায়িত আরো
তোমার পথের সীমা
মৃত্যু-অতিক্রান্ত সফর এক...


আমারে ডেকো না তোমার
সবুজ মিনার যেথা বরকত ঢালে
তোমার বিলাল যেথা আজানের সুরে সুরে
মাতোয়ারা করে তুলে, তাঁর সীমানায়...


আমি চা’বো না ও’পথ পানে
মদিনা শহর পানে আর...


ওই পথ, ও’র প্রতি ধূলিকণা
সোনায় মোড়ানো হয়ে থাক
যাক টাকার খেলোয়াড়–বড়ো লোক যতো, পৃথিবীর প্রতি কোণ থেকে—
আমাদের চোখ আর চা’বে না ওদিক পানে...
সোনারূপে ঝলসানো; দরিদ্র দুটো চোখ
হাজার-লক্ষ-কোটি, দরিদ্র দুই চোখ..
চা’বে না ও’পথ পানে আর।