সেদিন হৃদস্পন্দন থেমে যাবে, হঠাৎ কভু দেখা হলে
মুখ-টি আমার দিকে হলেও  স্বজ্ঞ্যানে চোখ ফিরিয়ে নেবে আমার চোখদুটি হতে,
আহাহ্ সেকি এক লজ্জা, লোকসমাগমে  "শুভ'র মুখোমুখি ;
দু-চার বার না অসংখ্য বার আনাগোনা হবে, পাশ কেটে যাবার কালে  তোমার  পা'য়ের সাথে পা' লেগে যেতে পারে ; মনে পড়ে যাবে কার? সেই নূপুরের কথা🤔
যা তোমার পায়ে নিভৃতচারী হয়ে পড়ানোর কথা ছিল।


এড়িয়ে যাবে,  যাবো, যেতে হয়।
অজস্র নূপুরধ্বনি বেজেছিল যে,  সেদিন!

যেদিন এক জীবনের আশা এক লাইনের বাক্যে এক বিচ্ছেদী রায় দিয়েছিলে,
সেদিন থেকে যে তোমায় ভুলতে বাধ্য করেছিলে,
তোমার মনে পড়ে সুস্মিতা
রায় হয়ে যাবার পর ও তোমার জয়ী ভাবটা মিটেনি খায়েশ ভরে,
তুমি এক সাক্ষী'কে কাঠগড়ায় দাড় করিয়েছিলে!


তুমি এতই বোকা🤔 সে মিথ্যে অভিনয় টা একফোঁটাও জানতো না,


সেদিন তুমিও বুঝি তার মিথ্যে কান্না দেখে চোখের জল ঝরিয়েছিলে,
তবে হায়, জল গুলো  মিথ্যে হলেও যদি আমায়
মায়া করে ঝরাতে 🤔


"জবা" ফুলের তেমন ঘ্রান নেই, তবুও কোথা হতে যেন ছলনাময়ী এক ঝাঝালো গন্ধ বেড়ুচ্ছে,  কার হাতে বুঝি "জবা"
বোবা সুরে বলতে ইচ্ছে করে,  


এই সুস্মিতা  বেলী-হিজল-গন্ধরাজ-বকুল-কৃষ্ণচূড়া'রা  বইয়ের ভাজে কি আজো অপেক্ষা করে শুকিয়ে যায়, তোমার হাতে সমার্পন হবার অহেতুক আশায়,  


আচ্ছা তোমার কি ঘ্রাণশক্তি একটু কম নাকি🤔 পুরো পৃথিবী'টাই যে বই, আজ সকল দেশ টাই
যে বইয়ের পাতা হয়ে, ফুল গুলোকে শুকানোর আশা বাধিছিল ক্ষনে ক্ষনে ;


তুমি গোপনে হত্যাকান্ড করে লাশ গুম করেছিলে,  জানো কি "তুমি" হত্যা করলে যাকে তার বাসস্থান ছিল তোমার মনে।


তোমার মন ধুইয়ে ফেলো সুস্মিতা অতি তাড়াতাড়ি
পুলিশ ময়নাতদন্ত শুরু করেছে,  সেখানে আমাকে হত্যা করার সময় অনেক রক্ত লেগে শুকিয়ে জমে গিয়েছিলো মনে।