একদিন কাক ডাকা ভোরে বিরক্তিকর সুরে,


কান পাটিয়ে মাইক হাকিয়ে আসবে শব্দ ওরে।


হঠাৎ জেগে খুব রেগে শুধাইবে কিসের খবর?


অবাক হয়ে ফের শুধাইবে কখন দিবে কবর!



হয়তো ছুটে আসবে তুমি মোল্লা সাথে নিয়ে,


অশ্রুহীন দাঁড়িয়ে রবে লাশের পাশে গিয়ে।


মুখ ঢাকা কাপড়ে আর পা-বাঁধা সাদা ফিতায়,


হিন্দুর মেয়ে হয়তো এসে বলবে নিতে চিতায়।



আগে নিও লাশকাটা ঘরে চোখদুটি  দিও তারে,


বসন্তের ফুল দেখেনি যে,সামর্থ্য নেই একেবারে ।


মাকে দিও কিডনি দ্বয়  বাবাকে দিও কবিতা,


অকর্মা কবি আমি  বেছে থেকে কি লাভ বৃথা!



তোমায় দিলেম দায়িত্ব খুব যদি'ই বা মনে ধরে,


গহীন অন্ধকারে সাদা গোলাপ দিও কবর পাড়ে।