আঁখিদ্বয় ঝর্ণাধারা,
এই বুকের মাঝে ঠাঁই পাবে গো, যেজন সর্বহারা।
নয়ন জলে তৃষ্ণা মেটাবো আছো কি এমন কেউ?
পাহাড়ি বুকে ঝর্ণার স্রোতে উঠাবো প্রেমের ঢেউ।
এমন সোহাগী নাই কি দেশে হৃদয় পুড়ে যার চাঁই,
সর্বস্ব কেড়ে নিয়ে যার প্রণয়ী বলেছে গুড বাই!
মস্ত আমার পাহাড়ি বুকে ঠাঁই দিবো আজ তারে,
প্রতারণায় যার হৃদয় পুড়ে ছাঁই,হয়েছে একেবারে।


এমন নারী নাই কি দেশে মনভাঙা যার বৈশাখে?
যে নূপুর পায়ে পাহাড় চষেছে দুরন্ত এক শৈশবে!
উত্তপ্ত পাহাড়ের কৃষক আমি কৃষাণী হবে তুমি?
ঝর্ণার স্রোতে চাষাবাদ করবো উর্বর করে ভূমি।
এমন মেয়ে নাই কি দেশে তৃষ্ণা মেটেনি লোনা জলে,
সাগর জলে তৃষ্ণা মেটাতে রোজ হাটে যে মনের ভুলে,
তৃষ্ণার্ত মনে ফুল ফোটাবো ঝর্ণা বহাবো চরণ তলে,
পদযুগলে পরাবো নূপুর কর্ণদ্বয়ে তব বকুল দুলে।