আহা,আজি চারিদিকে বসন্তের পবন,
দ্যুলোকে সিতারা,শশী যেন হাসিয়া খুন!
তাহারি মাঝে উড়িছে জলধরের ভেলা!
আজি চলিছে বিশ্বলয়ে লুকোচুরি খেলা।


ইহা যেন রুপকথার মেদিনীতে আবাসন,
চারণভূমিতে ভাবগ্রাহীদের অবাধ বিচরণ।
আজি সরু বায়ুতে শুষ্ক পাতারা মাটিতে,
মৃদুস্বরে লুটিয়াছে যেন শীতল পাটিতে।


আহা,আজি মজিয়াছিনু নন্দন কেলিতে,
ব্যাকুল হৃৎ,স্বর্গের বাগ হইতে পুস্প তুলিতে!
স্বর্গ হইতে নামিছে পরী দেখিতে চরাচর,
ধরাধামে আজি যেন কৃত স্বর্গীয় বাসর।


বসিয়াছিনু একাকী নদীকুলে দেখিয়া যাই,
মর্ত্যে হইতে আজি যেন স্বর্গ দেখিতে পাই।