দেশ কিংবা জাতি সবই যে আজ অচল
  বিশ্ব দরবার আজ নিমিষেই হাহাকার,
মৃত্যুর মিছিল আজ অলিতে গলিতে সর্বত্র
তাই.? প্রাণ ফিরাতে পারছেনা অর্থের পাহাড়..।


মনের গন্ধে কিংবা বাতাসের গন্ধে আসে
     হাজার লক্ষ মানুষের মৃত্যুর ঘ্রাণ,
মহামারীর ছোবলে আজ বিশ্ব মানব স্রোত
      কেড়ে নিচ্ছে মূহূর্তে কতই যে প্রাণ..।


শহুরে কিংবা পল্লীপাড়া করোনা দিচ্ছে হানা
সর্বত্রে আজ নামিছে মৃত্যুর ঘন জোয়ার,
কাঁদিছে মানব আজ সেফার খোঁজে প্রভু
   দাও খুলে দাও রহমতের ঐ দুয়ার..।


উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম সবই জুড়ে মৃত্যুর মিছিল
     কান্নার জোয়ারে টলিয়ে হচ্ছে সব নিঃস্ব,
প্রভু তোমার দেয়া এই অলৌকিক তরঙ্গে
           আজ প্রায়ই মৃত্যুপুরী মহাবিশ্ব..।