আধোঁ আধোঁ আকাশ মেঘে
তুমি বৃষ্টি মেখে যাও,
শরৎ শেষে ঐ মেঘের দেশে
কাকে তুমি ভাসাও..।
এসেছো তুমি কুয়াশা ছায়ায়
শীতল ভোরের বেলা,
গোধূলি মাখা ঐ মেঘের চাদর
যেথা ফুলে ফুলে মেলা..।
হেমন্তের পরশ যত লেগেছে দেহে
যেন ছাতিমের গন্ধ লইয়ে,
এসেছো বলেই তুমি যেওনা দুরে
থেকো আপনা হইয়ে..।
আজ আকাশ ফানুস মেঘের বেশে
যেথায় দেখি শুধু আমি,
হারিয়ে যে যেওনা কখনও আড়াঁলে
এসেছিলে অবশেষে তুমি..।