আজই দখিনা হাওয়া জাগাইলো মোরে
      ঝরা পাতার বৃষ্টিরা মিলে,
আজাই শত রঙের উড়াল পাখিরা
      ডানা উড়াইছে গগনও নীলে..।


আজই মেঘেরও মিলন হয়েছে তাতে
       শ্রাবণের বৃষ্টিরা ঝরে যায়,
কুয়াশায় উষ্ণ অরণ্যের মাঝে তবু
       মোর আপনা যে হারায়..।


পাখিদের কলরব জাগিয়া উঠিলো
        আজ এই বৃষ্টির দিনে,
অদূরে বাঁশরী বাঁজায়ইলো কে জানি
         উতলা যে মন তাহা শুনে..।


টুপুরটাপুর পড়িলো হায় বৃষ্টির জল
      একা যেন লাগিলো হিয়া বিনে..।
শত রঙের পাখিদের মহা উৎসব যেন
      আজ এই ভরা মৌসুম শ্রাবণে..।