আমি স্বাধীনতা খুঁজেছি তোমার মাঝে,
পেয়েছি আমি ত্রিশ লক্ষ রক্তের লাল সাজে..!
স্বাধীনতা তুমি রূপকার মৃত দেহের টানে
দল বেঁধে ছুটেছিলো জয় বাংলার গানে..।


তুমি সেই প্রিয় মায়াবী বাংলার শ্রেষ্ঠ বন্ধু
     স্বাধীনতার গানে,আপন প্রাণে,
বীর বাঙালিরা সুরে সুরে একই গানে-
         সুরের ছন্দে বলি মোরা,
       জয় বাংলা, জয় বঙ্গবন্ধু..!


স্বাধীনতা তুমি করেছিলে সবুজের বুকে লাল
শত্রুর ভয়ে বীর বাঙালি ছাড়েনি তবুও হাল,
         উত্তর বলো,পশ্চিম বলো -
        দেখি রক্তের কালো ধোঁয়া..।।
                     তবুও...
মোরা প্রাণ দিয়েছি,পেয়েছি স্বাধীনতার ছোয়াঁ..।


পাক বাহিনী ভয় করিনি,হয়নি চক্ষু অন্ধ
কোকিল কন্ঠের গানে স্বাধীন বাংলার টানে,
   বীর বাঙালিরা সুরে সুরে একই গানে
          মধুর সুরে বলি তবুও মোরা,
          জয় বাংলা,  জয় বঙ্গবন্ধু..!