হুতুম পেচাঁ ডাকছে দেখো
      গাছের ডালে বসে,
রাত্রি আমার সঙ্গী হলো
     পূর্ণিমা টাই এসে..।


যখন সাঁজে নীলছে আকাশ
    জোছনা ভরা আলোয়,
পরীর ছদ্মে তারার মেলায়
      জ্বলছে যত কালোয়..।


সুরের পাখি ডানা মেলেছে
     গগনও ভরা মেঘে,
চাঁদের দিশা হয়নি রে আজ
      সে যে আছে রাগে..।


হাজারো তারা দিচ্ছে সাড়া
      কুয়াশা মাখা চাঁদে,
অবুঝ পাখিটা মানছে না রে
     স্বপ্ন প্রেমের স্বাদে..।


হঠাৎ যবে আধাঁরো ধারেই
     কালো মেঘের সারি,
অবুঝ হিয়া ডাকছে আমায়
       অচেনা সে পরী...।