জলের বাঁধন হয় বুঝি ঐ
     গগন পাড়ে রোজ,
মেঘের গাঙে সব পাখিরা
     নিচ্ছে তাদের খোঁজ...।


সাদা সারি কালো মেঘেরা
       দিচ্ছে যত আবেগ,
সন্ধ্যা হলেই গোধূলি সাজে
       হরেক জাতের মেঘ..।


আজ বুঝি সব মেঘের দল
      যত করছে ছুটাছুটি,
আকাশ পানে সব গাঙচিলে
      কত করছে খুনসুটি..।


নীল সীমানায় উড়ছে পাখি
        যাচ্ছে ছুঁটে সেও,
রঙের মেলা আজ সেই শহরে
       যেথায় মেঘের ঢেউ..।