একটা দুঃস্বপ্ন দেখেছিলাম আমি
কড়া বারুদের গন্ধে
ঘোড়ার খুরের শব্দে
আর সুঃখ-দুঃখের ধস্তাধস্তির ধূলায়
ঝাপসা সেই স্বপ্ন।
কোন অদৃষ্টের রণক্ষেত্রে
নিস্তেজ হয়ে পড়ে আছে
আমার সদ্য খাঁচা হারা
অনুভূতির রক্তাক্ত লাশ--
শরীরে তার হাজার বর্শা গাঁথা
অস্থিসন্ধি গুলো বিচূর্ণ হয়ে আছে গোলায়।
নীল চোখের মণিতে তার
দাঁড়িয়ে আছে অশ্বারোহী
সুসজ্জিত সশস্ত্র
রাজমুকুট পরিহিতা
এক নারী সৈনিক।
এক হাতে তার ঘৃণার বোমা
অন্য হাতে খঞ্জর।
মরু মানচিত্রে বয়ে চলে
ধীরে বহা এক খয়েরী বিদ্বেষের নদী।
তারপর চোখের উপর অন্ধকার আগুন
আরো অন্ধকার যন্ত্রণা
আরো অন্ধাকার আরো
অন্ধকার।
দুস্বপ্নের মতো গাঢ় পরাজয়ে
বারবার তলিয়ে যাই আমি।