এত ব্যথা কোথায় বলো পেলে?
আমিও চাষ করি বঞ্চনা তীব্র যন্ত্রণার,
মিছিলে, ফুলে, অভিযানের স্পটে,
আকাশের নীলে।
আমিও খুজি কষ্ট ভীড়ে,নদীর তীরে,
মানুষের কোলাহলে।
সব ব্যথা একাকী তোমার, শুধু হাহাকার,
না পাওয়ার অস্পষ্ট চিৎকার,
শুধু হৃদয়ের প্রহার;
বঞ্চনার মহা ধুন্দুমার শুধু তোমার হলে
কি নিয়ে বাঁচবো আমি যাও না হে বলে?


আমি এক ব্যথা না বোঝা লোক
ভেতরে আমার চরম বিরহ
অন্তরে আমার বারমাসি শোক;
এসেছি মানুষের সমাজে
এক জংলী উল্লুক,
আকাশের আগুন মেঘে
আমার পোড়া মুখ;
সারাদিন মান,  আজীবন
আমার আজন্ম অসুখ,
ব্যথাহীনতার কষ্টে আমি মরি তিলে তিলে,
সকল ব্যথা শুধু তোমার হলে,
কি দিয়ে কমাব কষ্ট যাও তো হে বলে।