একটি অগণতান্ত্রিক একপেশে মন
আমি চেয়েছিলাম তোমার কাছে।
হলুদ পূর্ণিমার ইলশেগুঁড়ি জোৎস্নার মতো
আস্তাবলের ঘোড়ার চোখে যে ফেলবে না
চিলতে চিলতে মিহিদানা ফুলের বিচ্ছুরণ। 
খড়োমেঘের জাপটা লেগে অনিশেষ খুলবে না
যার সোনায় উৎকীর্ণ সীলের খোপা।
উম পিয়াসী ছাঁট লোটেদের দৌরাত্ম্যে 
যার অন্তর্বাসের মৌরী ঘ্রাণ লোটাবে না
সোঁদাগন্ধা বৃষ্টিস্নাত বাতাসের গলিতে।
আর সেই তুমি কস্তুরী মৃগের মৃত মৃগনাভ
হাতে নিয়ে রোজরাতে ফেরী করো 
গুলিস্তানের হকার্স ফুটপাতে। 
হৃদয়ের শ্রেষ্টতম গুপ্তধনের বিনিময়ে
আমি আর তোমার গন্ধহারা
মৃত মৃগনাভ কোনদিন কিনবো না।