দেখি  হিংস্র জন্তুরা খুব বেশি কমে গেছে বনে
বন তো এখন দু-পেয়ো দৈত্যদের  অভয়ারণ্য
মানুষের ছাল পড়ে ঢুকে গেছে সমাজের কোনে
সে সব নরপশু সমাজে তবু রয়ে গেছে বন্য।


যাদের থাকার কথা মানুষের হৃদয়ের সিটে
তারা আজ ঘাড়ে করে  বয় যত বন্য জানোয়ার
মানুষেরা আজ মুখ লুকিয়ে নিভৃতে হাটে
শুয়োরের বনে বনে দেখ আজ লেগেছে জোয়ার।


মানুষ খাচায় দিয়ে পৃথিবীর চিড়িয়াখানায়
উপভোগ করে বন্যরা সে স্বাদ,রকমারী দৃশ্য
মনুষত্বের রোল খাতায় আজ ধরেছে জড়ায়
মানবতা হয়েছে বেওয়ারিশ কুকুর সম নিঃস্ব।


যারা মানুষ রয়েছে আজো করে প্রানপন যুদ্ধ
চিল, চিতা আর কালান্তরের ছিলা ঘোড়ার সাথে
তারা তো লাগাম দেয়া মুখে আছে চির অবরুদ্ধ
কোন বিপ্লবের সামর্থ্য নেই আজ তাদের হাতে।