এসো হে দুজন অবসরে যাই
দশটা মিনিট, ঘূর্ণিযন্ত্র রুখে;
জ্যান্ত দুপুর কফি-কাপে ডুবাই
একটু দেখি তন্দ্রা- তামাক ফুঁকে।


সারিন আলো, তাঁড়ি'র বোঝা বয়ে
যাচ্ছো ক্ষয়ে তুমি তোমার খোঁপায়
আমিও  যে এক গুদাম বগি হয়ে
দেখি শুধু স্টেশন কত হাঁপায়...


জল রঙে বোধের প্রলেপ আঁকি
একটু বসো ভেতর খানি দেখি।