এক কলসী স্বপ্ন বুকে নিয়ে
এসে দেখি চৈত্রের পৃথিবী দাবদাহ, খরা
শুকনো বিলে শালিকের কুঞ্চিত পাতার মত
দিন রাত পুড়ে পুড়ে গুটিয়েছি আমি।
আর ভেতরের স্বপ্নের পানি টুকু
ডাকাত সূর্য গো-গ্রাসে চুষে খায়
চুষে খায় সেই সাথে আমার পরানের রস,
ফুলের মধু যেই সুখে খায় ভোমরা।
আমাকে দিয়েছে সে তপন
তেতে উঠা পাতিলের মত উষ্ণতা
রুক্ষতা- টগবগে আগুনের আঁচ
মোমের মুর্তি আমি দ্রৌপদী সৌর  তাণ্ডবে
পুড়ে পুড়ে হয়ে গেছি কাচ।
বুকভরা জল টুকু চোখ ভরা
নরম গরম নোনা নদী হয়ে
অন্তরীক্ষে উবে গেছে কবে।
সেই থেকে মরিচিকার কাচ আমি
চৈত্রের পৃথিবীর সব উৎসবে।