নুড়িতে নুড়িতে ভরে ঘিলু
সেজে আছো আহা আলুথালু
বুকে নিয়ে পাথরের প্রাণ
এক, ফুলের হৃদয় করে দান
কেন ই যে মিছিমিছি চলে যাও
নিঠুরের পাষাণ চাওয়া চাও।


তোমার ওই চোখ দেখে বুঝি
জমিয়েছ ধোকার পুঁজি
তুমি বুঝি
মনের কথা ফুরাবর লোক!
লেপ্টে আছে বুকে তোমার
বর্ষণের অশ্রাব্য অসুখ;
বিষাদের কাঁটাতার
নিষেধের গৎ বাঁধা বুলি
আমার ফুলে আগ্নেয় গুলি
দেগে দেগে করে যাও
সখের পিন্ডিপাত
তবু আজ করি কুচকাওয়াজ
নির্জীব শ্মশানে  হায়
করি চন্ডীপাঠ।