এসব সুরমা দিনে আমি লিখে রাখি মৃত ব্যবিলন স্তুপ
সময়ের চুপকথা রাঙাপরীদের ডানা অশোক নগর
গন্ধগোকুলের পথ বারমুডা ট্রায়াংগল জমে আছে চুপ
বিশাখা তারার নথ, হরিণের মতো চুপে ঘুমানো সাগর।


মলুয়ার পালা শেষে ঘুমঘোর চোখে যেন ঢুলে পরে চাঁদ
তেমনি জেগেছি আমি ক্লান্তির চূড়ায় এক মানুষের মন
অজস্র স্মৃতির ভীড় ভ্যাবাচেকা অনুভব ক্লান্তি অবসাদ
আকাশ তাড়ানো মেঘ জোছনার জ্যাম রুখে শুধু অনুক্ষণ।


নিরলস প্রহারের ধরা পরা মেছোবাঘ যেমন তাকায়
তেমনি,চেয়েছি আজ শিকারের কাবু ব্যাধ নির্মম শাঁখায়।
আবার কি হবে তুমি? শালিকের নিরিবিলি বাসার হৃদয়?
শোকদাহে পোড়াচোখ ক্লান্তির সীমানা শেষে ছানাবড়া হয়!