নিরন্তর নিস্প্রাণ আকাশ
ঘাসগুলি কাঁদে যেন অতীতের শোকে।
পোড়া নগরীর বুকে মাতাল বাতাস
খুজে ফেরে বনহংসী এখনো তোমাকে।
সেই কবে করে অনুযোগ
কাল পুরুষ জেগেছে আজো মাঘরাতে।
শিকারী রাজার মতো ভ্রমণে উদ্যোগ
খুজছে কী তোমাকেই এই চোখের সাথে?
কর্ণফূলী নদীতীরে আলো
কার করুণ ব্যথায় যেন জ্বলে ম্লান।
কার হৃদয়ে নিভৃতে বিদ্যুৎ খেলে গেলো
এ কোন প্রাচীণ চার্চ, বৌদ্ধ গোরস্তান!
আন্দরকিল্লায় পুরে স্মৃতিময় তাজ
  জাহাজের বিষন্নতা দেখে স্থব্দ চট্টগ্রাম।
শোকের বন্দরে ভীড়ে স্মৃতির জাহাজ
মুছে গেছে প্রেয়সীর নাম!
কেওড়ার বনে আজ নোনা বেতফল
গুমোট নেতিয়ে আছে ধূসর সাগর।
দু গাল চুইয়ে পড়ে সাগরের জল
সৈকত হয়েছি অতঃপর।
বনহংসী-মূছে গেছে তবু
কবেকার হৃদয়ের পটে পদচিহ্ন।
এখনো তোমার স্মৃতি জেগে নিবু নিবু।
প্রতিনিয়ত এ অস্তিত্ব করে ছিন্নভিন্ন।
রাত,সাগর ও তারকারাজি
কোটী পদচিহ্নের অস্তির তোলপাড়।
হাজার বছর ধরে ধরে গেছে বাজি
তবু মূছে নি স্পর্শ,প্রিয় এ অশ্রু আমার।