মাটির ভেতর পঁচা ফকির নিরেট মাটি দেহ
কেহ বলেন দুশো বছর চারশো বছর কেহ।
কোথায় বাড়ি, জন্ম, মৃত্যু কেউ জানা না তাহা
ভূজার ছলে পুজার ছলে সেজদা করে আহা।
বাবা আমার মস্ত কামেল পানির উপর ভাসে
জায়নামাজে উড়ে এসে শুয়েছেন এ দেশে।
যত প্রকার নেশা আছে ভক্তরা সব করে
মৌন প্রহর যৌন প্রহর কাটে এ মাজারে।
খাসি কিংবা মহিষ নিয়ে আসে কতক বোকা
মাটির ভেতর মিশে গিয়ে দিচ্ছেন বাবা ধোকা।
বাবার নামের দান দক্ষিণা বাবার নামের টাকা
জ্যান্ত বাবা নেয় পকেটে মাজার করে ফাঁকা।
বাবা মরে ভুত হয়েছে বাবা মরে রুহ
ভন্ডরা সব সাজিয়েছে অলৌকিক এক দেহ।
নাম না জানা কবরে এক টানিয়ে লালসালু
শান বাঁধানোর পরে বাবার আজব উদয় হলো।
কিসের বাবা কিসের পুজা পেটের পুজা সারে
সেই সাথে হয় ফ্রি ভণ্ডামি আয়ও কিছু বাড়ে।
হয়ত ভালো আবেদ বান্দা ছিলেন দেশে তিনি
হয়তো আল্লাহর দয়ার সুখে থাকবেন চিরদিনই।
তাই বলে কি উনার নামে করবে মাটির পুজা?
ইমান কুফর প্রভেদ কোথায় মাজার-মূর্তি ভূজা?
মাজার গুলো হাজার লোকের ইমান খাচ্ছে কেড়ে
মাটি হওয়া নির্দোষ লোকের দায় চেপেছে ঘাড়ে।
গাঁজা সেবী মুরিদান-খাদেম, জ্বালায় লোবান মোম
মানুষকে তোরা  পশু ভাবিস?  বলদ ভাবিস, হুম?
মাজার পুজা, রাজার পুজা, নেতার পুজা ছেড়ে
মানুষ হ তুই ভন্ড দানব যাওয়ার আগে গোরে।
দ্বীনের নবী স্ত্রীকে নিয়ে পরছেন হোঁচট খেয়ে
গজবরূপী বাবা এলেন! জায়নামাজে বেয়ে?
সালু-পাগড়ি ভুত পুজারী -ওই, ইমান হন্তার দল
কলেমা পড়ে মুসলিম হবি আমার সাথে চল্।