ভাড়ারেতে মাল নেই শুধু পকপকানি
মাথার উপরে ছাদ চুল আছে ক'খানি
দেখাবার অভিনয়, এ ছাড়া কিছু নয়
তবুও সে নাটকে নেচে চলা প্রতিরাত
নিজেকে চিনিয়ে দেয় শুয়োরের জাত।


এভাবে জীবন হাসে জীবনের বারমাসে
রোজকার সকালের বায়না
থাকেনা ইতিহাসে মিথ্যে খেয়ায় ভাসে
মন ভুলে খোলেনা সে আয়না।


অবয়বে জলছাপ ডেকে তোলে বুনোপাপ
সিল মেরে চাপা দেয় দিনটা
শোধ করা হয়না বোধে ভরা দাম দিয়ে
জমে থাকা পুরোনো ঋণটা।


সাগরও আকাশ ছোঁয় হিমালয় কিসে দাম
কুশীলব পর্দায় হোকনা সে যদিও ভাম
করে যায় কুপোকাত দেখিয়ে তৃতীয় হাত
ভাড়ারের মালগুলো ফের দেখি জলে যায়
এভাবেই জীবনের দিনগুলো চলে যায়।


বালুতে বাঁধে বাধ, ঘুণে ধরা সব সাধ
থেমে যায় আহ্লাদ, কাকে আজ কে মানি?