দিনভর রিমঝিম বৃষ্টি, মন কেমনের বৃষ্টি,
আজ ঘর থেকে বের না হই,
থাকি তুমি আর আমি- বসে পাশাপাশি,
বাইরে কি সুন্দর রিমঝিম বৃষ্টি,
ঝরছে অবিরাম,
আজ শুধু সময় তোমার-আমার
আদুরে সময়-তোমাকে জড়িয়ে থাকার, ইচ্ছে পূরণের সময়।
আকাশে ঘন মেঘ, বইছে মৃদু একটানা হাওয়া,
চলো যাই ছাদে-গায়ে মাখি বৃষ্টি
হাতে হাত ছুঁই-ভালোবাসার অনুরাগে সিক্ত হই দুজন।
জানালার কাঁচে দেখো বইছে বৃষ্টির ছোঁয়াচ,
ঝিরিঝিরি হাওয়া ঢুকছে ঘরে,
তোমার জন্যে বিনা নোটিশে নিলেম ছুটি,
সারাদিন আজ তোমার-আমার,
বাড়ুক মেঘেদের সমাহার, অনর্গল বৃষ্টি হইক,
ডুবে যাক এ শহর।
বৃষ্টি ভেজা দিন, বৃষ্টি ভেজা রাত-
চুকে যাক আমার সকল ব্যস্ততা,
মিটে যাক সকল চাওয়া-পাওয়া
জমে আছে যতো হৃদয়ের আঙিনায়,
পূর্ণতা পাক তৃষিত হৃদয়ের সব আবদার,
যা ছিল আমার কাছে তোমার।
মন চাইছে বলি-এই বৃষ্টি
তুমি থেমো না আর, মুষলধারে ঝরো বারবার,
হালকা ঠান্ডায় রাত-দিন সমানে বয়ে যাক প্রেমের ঢল,
আমার অদম্য ইচ্ছেরা পূর্ণতা পাক
রঙিন সাজে সাজুক জীবন আবার ।
বই-অন্তহীন প্রেম