রাত্রি, তুমি কি জানো?
আমার রাতে ঠিকমতো ঘুম হয় না, নির্ঘুম কাটে রাত,
কেন কি হয়েছে হৃদয়?-জানতে চায় রাত্রি।
নিরুত্তর হৃদয়, পরক্ষণে রাত্রি আবারও জানতে চায়
কি হয়েছে বললে না যে, হৃদয়?

হৃদয় বলে-
তোমাকে ভেবে ভেবে আমার ঘুম আসে না, রাত্রি;
চোখ বুঝলেই তুমি আসো আমার স্বপ্নে;
ঘুম ভেঙে তোমায় দেখতে না পেয়ে-
আমার কষ্ট হয়, রাত্রি।
এ কথা বলে হৃদয় কিছূক্ষণ চুপচাপ থাকে ;
রাতের শুনশান নিরবতা, আমরা যাকে গভীর রাত বলি।

রাত্রি, হৃদয়কে ঘুমের বেশ কিছু টোটকা শিখিয়ে দেয়;
হৃদয় বলে-
তোমাকে  অশেষ কৃতজ্ঞতা, রাত্রি;
আমি চেষ্টা করছি- দেখি ঘুম আসে কিনা?

হদয়, মনে মনে বলে-
আমি রাত্রিকে কি করে বুঝাই?
তাকে ছাড়া যে আমার দুচোখে নিদ আসে না।

বই: নিঃশব্দ কান্না-শূনতে কি পাও?