আমার একটা পৃথিবী আছে- একান্ত আমার পৃথিবী,
আমি আর তুমি-জুড়ে আমার এই পৃথিবী,
তুমি মানে-আমার একমাত্র ভালোবাসা,
যার মায়া থেকে-
আমি একটি মুহুর্তের জন‍্যও বের হতে পারি না।

আর এই পৃথিবী জুড়ে একটি বিশাল আকাশ আছে,
সাড়া অন্তর মন জুড়ে থাকা এক আকাশ।
যেখানে শুধুই তুমি নামক একটি তারার অস্তিত্ব,
উজ্জ্বল একটি ধ্রুবতারা-
যা সব সময় আমায় আলো দেয়,
আমি প্রতিমুহুর্ত আলোকিত হই,
তার রূপের মাধুর্যে বিমোহিত হই।

আমার ভালোবাসার আকাশ মানে;
আমার সকল মান-অভিমান ও সুখ-দুঃখ-
জুড়ে  থাকা আকাশ,
আমার স্বপ্নালোকের আকাশ-
প্রতিরাতে আমায় স্বপ্নে বিভোর করে রাখে,
আমার বৃষ্টিস্নাত মেঘভুক্ত সুনীল আকাশ,
যার নীলাভ রঙ্গে আমি অপলক তাকিয়ে থাকি,
স্নিগ্ধ মাখা অপরূপ সৌন্দর্য উপভোগ করি।

তোমার জন‍্য আমার এই যে আকাশ;
মাঝে মাঝে কালো মেঘে আচ্ছন্ন হয়,
অন্ধকারে ছেয়ে যায় সাড়া আকাশ,
বৃষ্টি হয়ে ঝড়ে না-আকাশের বুক জুড়ে থাকা মেঘ,
অন্তর মন জুড়ে এক অসহনীয় কষ্ট,
নিদারুণ যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে যায়,
ভীষন খারাপ লাগে,
পাহাড়সম অভিমান জমে এ বুকে ।

তোমাকে নিয়ে আমার এ অভিমানের আকাশ,
যেখানে তোমার নিত‍্য বসবাস-
অথচ তোমার অভাবে নৈশব্দ নীরবতা,
তোমায় কাছে না পাওয়া,
মনের অব‍্যক্ত কথা বলতে না পারা,
তোমার বিরহে প্রতিনিয়ত পুড়ে মরা,
মন খারাপ লাগা,
অতৃপ্ত বাসনা মনে পুষে রাখা-
আশা নিরাশার দোলাচলে হাবুডুবু খাওয়া।

আমার এ আকাশ-মায়াময় আকাশ,
তোমার জন‍্য আমার হৃদয়ে জন্ম হওয়া টান
যাতে কখনও কমে না যায়,
সেজন‍্য মায়ায় বাঁধনে তোমায় বেঁধে রাখতে চায়,
বুকের আষ্টেপৃষ্ঠে ভালোবাসায় জড়িয়ে রাখতে চায়।

আর আমার হৃদয়ের গহীনে জন্ম হওয়া-
সমস্ত অনুরাগ, ভালোলাগা ও ভালোবাসার অনুভব
আমি চাই তোমার জন‍্য আমার অন্তরে এগুলো আজন্মকাল অটুট থাকুক,
আর তোমাকে ঘিরে আমার অন্তরে কম বেশি কষ্টও থাকুক-
যা আজীবন আমাকে তোমার কথা মনে করিয়ে দিবে।

আমার এ আকাশ- ভালোবাসার আকাশ,
তোমার নামে আমার বুকের বাঁ পাশে-
গড়া এ আকাশ,
ছোট্ট একটা আকাশ, কখনও মেঘে ঢাকা,
কখনও আলোয় ভরা, কখনও বৃষ্টিময়,
আমার এ আকাশে তুমি একটি উজ্জল ঝলমলে তারা,
তোমার আলোয় দূর হোক আমার সকল অন্ধকার।