মরমি দেখো করিছে সাধনা,
তুমি করো কার আরাধনা?
কার লাগি করো পাপ পূণ্য?
কার আরাধনে জীবন ধন্য?
কার লাগি দিয়াছো জীবনের বলি?
সে কি খেলিয়াছে তাহা নিয়া হোলি?
আজিকে শুধু একথাই বলি,
এক স্রষ্টার রহমের ছায়াতলে চলি।
পথ যেথায় কন্টকহীন,
সেথায় রহিয়াছে শয়তান হীন।
স্রষ্টার রহিয়াছে একটাই দ্বীন,
মালিক তাহার রাব্বুল আলামীন।
ইসলাম যেথায় পরিপূর্ণ,
অন্য কোথাও নেই কো পূণ্য।
ইসলাম হইলো সবার জন্য,
নেই ভেদাভেদ নেই কো দৈন্য।