ছাড়িবার সময় হলো মেকিময় কায়া,
দেখিয়া ঈশ্বর কহেন-এসকলই মায়া।
ছায়াময় কায়া হীন এই ধরনীতে,
অদৃষ্টেরে কে পুছে তার স্মরনীতে?
ঈশ্বর ভাবিছেন কি হয় পাছে,
মনুষ্য যে রুপে ভাবিয়া চলিছে!
খুঁজিছে ঈশ্বরে মনুষ্য সদা;
খোঁজেনা তারে যে সৃষ্টিতে সর্বদা।
ঈশ্বরে খোঁজে তারা নানা রুপ ভেদে,
ঈশ্বর কি রহিয়াছেন কুরান কিবা বেদে?
ঈশ্বর রহেন যেথা রহে বিশ্বাস
বিশ্বাসের অন্তপুরে তাহার নিবাস।
সৃষ্টিতে ভেদ নাই-কহেন ঈশ্বর,
এক আমি ছাড়া হেথা সবে নশ্বর।