জোছনা বিলাস হেরি আজি এ ধরনী পরে,
ঘোর অমানিশা দূর করি, জোছনা সেথা হাসে।
তোমারই মুখখানা আজি জোছনার চাঁদে ভাসে,
নিস্তব্ধতা আজি তাই তোমায় স্মরণ করে।
কালো মেঘে ভেসে আসা কলঙ্কিনী ঐ চাঁদ,
সকল কলঙ্ক লুটায়ে বিলায় জোছনা।
জোছনাতে তাই শুধু গা ভাসায়, করি তোমারই বাসনা।
না পেলে তোমায় অমানিশা মাঝে কেটে যাবে এই রাত।