শরতের নীল আসমানে রবি
উত্তাপ শুরু জমিনে,
কচি-কাঁচাদল,দল বেধে চলে
সফেদ-হলদে দালানে।


তারা হেটে চলে, হেসে আর খেলে
আমি দেখি সেই যাওয়াটা,
কতশত স্মৃতি বয়ে নিয়ে চলে
আসমানি সেই জামাটা।


ইস্ত্রি করা শার্ট পড়ে আছি
কলারেও কোন দাগ নেই,
ভাজ পড়ে যাওয়া, ময়লা হাতার
ভালবাসি তবু শার্ট সেই।


কোনদিন যদি ভুলেও গিয়েছি
আসমানী সেই জামা বৈ,
মাহফুজ স্যার বেত নিয়ে বলে
'হারামজাদা, জামা কই?


আসমানী-সাদা কোন কিশোরী,
কখনো মনটা নিয়ে যায়,
দূর থেকে দেখা,দূরেই থাকে
ভুলে যাই তার ছবিটাই!


ভাই সম কিছু বন্ধু পেতেছি
শত্রুও ছিল কতিপয়,
টিফিনে ছুটিতে, গলাগলিতে
ভালবাসা ছিল অতিশয়।


কত হুল্লোড, কত খুনসুটি,
কত হাসাহাসি,কান্নাকাটি,
বালক কালের ছবিটা,
হর্ষ বিষাদে সাক্ষী ছিল
আসমানি সেই জামাটা।