ধর্ষকের রাজত্বে যেহেতু বিচার বলে কিছু নাই,
তাই আমি ধর্ষকের নির্মম খুনী হতে চাই।
চেংগিসের দেশে যেহেতু ন্যায় বলে কিছু নাই,
তাই আমি ধর্ষকের প্রতিটি রক্তনালী ছিঁড়ে -
রক্ত স্নান করতে  চাই।


ধর্ষকের প্রতি জন্মের ঘৃণা নিয়ে কবিতা লিখেনা যে কবি,
আমি সেই ব্যবসায়ী কবির পান্ডুলিপি ছিঁড়তে চাই।
যার কনসার্টে গাওয়া হবেনা ধর্ষকের মৃত্যু স্লোগান,
আমি সেই ইতর গায়কের কণ্ঠরোধ করতে চাই।
আমি ধর্ষকের  ধমনীর রক্তস্রোত দেখতে চাই।


আমি ধর্ষকের পরিবারের মুখে এক দলা থুথু ছুঁড়তে চাই,
যে পরিবার তাকে ফাঁসি কাষ্ঠ হতে বাঁচাতে লড়ে যায়,
ধর্ষকের প্রতিটা শুভাকাঙ্ক্ষীর অপঘাত কামনা করে যাই।


যেখানে ধর্ষক স্বস্তির শ্বাস ফেলে,
আবার বেড়িয়ে পড়ে তল্লাটে,
আমি সেই আদালত গুঁড়িয়ে দিতে চাই।


ধর্ষকের তিলে তিলে মরার চিৎকার যদি-
ধর্ষিতার আর্তনাদকে চাপিয়ে না যায়,
আমি মানিনা, আমি মানিনা সে বিচার।।