বেশ-ভুষাটাই সুন্নতি মোর
অন্তরে বিদআত,
তোদের ঈমান বেচে খাবো
বুলিয়ে মাথায় হাত।


নতুন যুগের তরুণগুলোর
বাড়ছে বড়ই বাড়,
ভন্ডামি সব ধরে আমার
প্রমাণ করে ভাঁড়।


তাদের আমি যতই গ্যাজাই
দেখাই মারেফাত,
কোরান-হাদীস পড়ে এসে
আমার মারে ভাত।


ওরে আমার তৌহিদী ভাই
ধর্ম কেন পড়িস?
আমার উপর ছেড়ে দে না
যা বলি তাই বুঝিস।


আমার নামের লক্বব অনেক
ক্বলব যেমন হোক,
ফতোয়া, দলীল আমিই দেব
শুষব হয়ে ঝোঁক।


রাসুল কোরান এনেছিলেন
জীবিতদের তরে,
আমি তাকে পাঠিয়ে দিলাম
মৃতের ঘরে ঘরে।


খোদার পুজা হারিয়ে গেল
পীরপুজারীর মাঝে,
তাইতো আমার বেইজ্জতি
সকাল কিংবা সাঁঝে।


আমি আলেম, আমি হুজুর
খোদা তা'লার দান,
হয়তো এখন ধোঁকায় আছি
হচ্ছে অপমান।


কিন্তু আমি উঠব জেগে
মূল চেতনা ধরে,
সেদিন সবাই দেখবে আলো
বাতেল যাবে সরে।।