আমি শালা তপ্ত রোদে,
তুমি শালা মাল কামাও,
আমি শালার ফ্যান চলেনা,
চাদর গায়ে এসি খাও!
মাসের শেষে মুদি হাঁকে,
শালা, বাকির টাকা কই?
তুমি শালা বিদেশ ঘুরো
মাইনে খাতায় লাগবে সই।
তোমায় ডাকে হাব্বি-ড্যাডি,
আমায় ডাকে শালারপুত,
তুমি দিচ্ছো রিক্রিয়েশন,
আমি খাওয়াই চালের খুদ।
আমি শালার আবেগ মানে
হ্যডমহীনের ব্যর্থতা,
তুমি শালায় ফরেন টানো
আর হয়ে যায় পার্টি তা।
আমি শালা সবার শালা
ঘরে বাইরে, সবখানে,
আমায় শুষে ঘোরাও ছড়ি
তুমি বিশ্বময়দানে।।