আমার রোজা কবুল করো পরওয়ারদেগার,
তোমার দোরে তুলেছি হাত আমি গুনাহগার।


তোমার রাহে এই দিনমান উপবাসী কাটে,
হাশর মাঠের প্রখর তাপে  ছায়া যেন জোটে।
কাতেবীনের খাতা খানি মুছিও আমার।


তোমার দোরে তুলেছি হাত,আমি গুনাহগার।


পিপাসিত এই আমি হায় পানি নাহি লই,
মরণকালে আমি তোমার পর যেন না হই।
হাশর মাঠে নসিব করো নহরে কাওসার।


তোমার দোরে তুলেছি হাত আমি গুনাহগার।


ইফতারে আজ আকুল হৃদে শপথ নিলাম প্রভু
ক্ষুদিতেরে খাবার দিতে ভুলব নাকো কভু।
দোজখ দেশে না ফেলিয়া করে দিও পার।


তোমার দোরে তুলেছি হাত আমি গুনাহগার।