আমি সেই দুটো ঘন কালো চোখ পানে-
অতৃপ্ত চোখে তাকিয়ে ছিলাম,
চেয়েছিলাম সে চোখও আমায় খুঁজুক;
অগোছালো ঝুটি বাঁধা চুল,
কিছু বেয়ে আসে কপালে,
চেয়েছিলাম তা দখিনা হাওয়ায় উড়ুক।


আমি চেয়েছিলাম সেই দুটি হাত
ভুলে ভালে আমায় স্পর্শ করে যাক,
আমার চমকে ওঠা দেখুক সে চোখ
শুনুক সে বেজে ওঠা হৃদয়ের ঢাক।


আমার আড়ষ্টতা দেখুক সে
আমার বোকামোর কারণ জানুক,
আমার অভিমানী সুরে
তার বুকে হাহাকার গান বাজুক।
সংক্ষেপে, সে আমায় ভালবাসুক।


কিন্তু সে দুচোখ আমায় খোঁজেনি
ভুলেও ছুঁয়ে যায়নি আমায় সে হাত,
বোকামোটা ছিল শুধুই বোকামো,
অভিমান গুলো তার হৃদয়ে করেনি কো রেখাপাত ।


জীবনের কোন হিসাব কষিনি
শুধু কষেছি প্রেমের ধারাপাত,
শুন্য ফিরেছি আশাহত হৃদে,
দুচোখে হয়তো হয়েছে দু ফোটা অশ্রুপাত।


ভুল তার ছিল নাকো,
নেই মোর আশাহতের অভিমান;
স্মৃতিগুলো জমা থাক,
কিছু সুখ-কিছু ব্যথার,
ভুল ছিল সঁপে দেয়া এই প্রাণ।


হাত দুটি ধরেছিলাম,
চেয়েছিলাম সংসারী রসায়ন।
ভালবাসার নাম শুধু ভালবাসাই হয়,
ভুল ছিল আমার এই সংজ্ঞায়ন।।