রসায়ন আজ পূর্ণ তোমার,
সাজানো বাগানে নিজস্ব কাব্য।
তীব্র ইচ্ছা আবৃত্তি শোনার,
তাইতো হঠাৎ-ই আমি খুব সভ্য।


নিরব হয়ে অধীর আগ্রহে,
ভাষ্য শুনি,  ভেবে হই মুগ্ধ৷
রূপের পূর্ণতা গুণের প্রবাহে,
দৃষ্টি বিনিময়ে দু'জন শুদ্ধ।


জটিল,শুভ পর্বের উন্মোচন মিছিল,
দীর্ঘ প্রেমের অগাধ রূপান্তর শেষে।
সময় প্রান্তরে ফিরবে রংধনু নীল,
সুর মিলাবে কাহিনীর রানী হেসে।


বর্ধিত ভালোবাসার আমি সম্পূর্ণধারী,
সূর্য হাসে, দেখে প্রেমের জটিল ফুলকি।
ভাস্বর মুখ মন্ডলে তুমি অনন্য এক নারী
মহাশয়া আমি অভিভূত! একি ভেলকি!


আমার পৃথিবীর হাসির কারণ,
তুমি বলার শক্তি, কণ্ঠের উচ্চারণ৷



১৯ মার্চ, ২০১৮