হাজার দৃশ্য হায় আমার আশার সীমানার বাইরে,
আলোয় পূর্ণ অন্তর শূন্য তোমার প্রস্থানের মুহূর্তে।
স্থিতির বিধি দেখায় ভিন্ন প্রভাত পতনের সূত্রপাতে,
আলো কর ভুবন,আলো ছড়াও,আলো বিলাও তারে।


দৃষ্টির বাহিরে নামকরণের ব্যক্তি প্রেরিত হঠাৎ,
বিশৃংখল কর্ম শুরু,দ্বন্দ্বে সন্ধ্যার আকাশ পূর্ণ।
বিধ্বংসী সত্তা ব্যাপক পরিবর্তনে প্রায় জীর্ণ,
জোয়ার সৃষ্টি হলে,থামবে এই প্রভাত আঘাত।


জনতার অপশক্তি,মানবতার দ্রুতি,বিচ্ছিন্ন মূর্তি,
চিন্তার বিকাশ,মনোভাবের প্রকাশ,মৈত্রীর ফুর্তি।
পুরাতনকে বর্জন,নতুনত্বের গ্রহণ,সংস্কৃতির ব্যাপ্তি,
কাঙ্খিত লক্ষ্যে বিচরণ,বিবর্তনের সুচিন্তিত প্রাপ্তি।


আওয়াজ ওঠে,আবার পড়ে,ব্যস্ততা যত্রতত্র,
বলিষ্ঠ কণ্ঠে ছলনার উত্তর, শান্তি এক মূলমন্ত্র।
স্মরণে দুঃখ কিছুটা হলেও, হৃদয় জুড়ে তিরস্কার,
আঁখির অশ্রু স্রোতের বন্ধু হবে না প্রেমিকের আর।


২২ এপ্রিল, ২০১৯