কল্পনার নগরীর সারি সারি স্থাপনার,
অনুভূতির সঙ্গী তুমি,আর তোমার স্মৃতি।
অল্প স্বল্প কথা বলব তোমার, আমার,
সাথে বৃহৎ কোন সংসারের সম্প্রীতি।


তুষ্ট  আমি, প্রেমের হোক বেশি কম
যেন অন্যরকম কিছু পাওয়ার ভ্রম,
আমায় ঘিরে ধরেছে আঁকড়ে রেখেছে,
বাঁচার সৌন্দর্য কয়েক ধাপ বেড়েছে।


মেঘের আকাশ রৌদ্র বিলীন করেছে,
তোমার আমি, আমায় সত্যিই চিনেছে।
হোক ধ্বংস ;ছবি গড়বে অদৃশ্য রবি,
আমি হব তোমার এক প্রাত্যহিক কবি।


সবি তোমার প্রতি; সাথে সন্ধ্যা কোন রাতে,
যদি কল্পনার ভাঁজে ভাঁজে আমার হতে!
ওই ত্রিভুজের তিন কোণে তোমাকে হারায়,
আমি সবটুকু দিয়ে ভালবাসি তোমায় ৷


শুধু গল্পটা তোমার, আমার প্রণয়ের প্রায়;
দিনশেষে, প্রত্যুষে,শেষে তোমাকে ফিরে চাই।