উদাসীন গহীন বন আঁখি  তুলেছে,
গান আবর্তিত কন্ঠের দেহে, গাছে ৷
মিনতি তোমার কাছে গৃহের দেবতা,
জড়তা জয়ী বৃক্ষ যেন হয় রক্ষমাতা।


সদাত্মা  সঙ্গী, ভোরের শিশির গায়ক,
জীবাণুর মৃত্যু-বার্তা,পাঠক অদ্ভুত প্রেরক।
বিজ্ঞপ্তি দিয়েছে মন, তাই সংসার ভ্রমণ,
উক্তিতে মুগ্ধ, দৈত্য সন্তুষ্ট, সৈন্য গ্রহণ।


সময় অতিবাহিত, মন আঙ্গিনায়-
উন্মুক্ত, তোমার পাশে ভাসি কল্পনায়।
আঁধার  যখন নেমে এসেছে ধরাতে,
ব্যস্ত আমি তোমার রূপের দর্শন পেতে।


ক্ষুদ্র জীব তোমার প্রাণের ছোঁয়ায় পিপাসী,
গৃহবাসী আজ হঠাৎ বনবাসী;হ্যাঁ ভালবাসি।


১০ অক্টোবর , ২০১৮