সময়ের স্রোতে,
তুমিও নিজেকে ভাসালে।
মেকি কান্নাতে,
আমায় কেন জড়ালে।


কথা গুচ্ছ সব বৃথা,
কাব্য আজ প্রবীন।
অবশেষে প্রাণহীন,
বিবর্ণ কলমের কথা।


কেন চলে গেলে,
আমায় একা ফেলে।


নিপুণ শব্দের ফাঁদে,
বেদনার তিক্ত স্বাদে;
হাজার কবিতার উপাদান,
দূষিত শব্দে হারাল মান।


স্রোত বিষন্ন স্বরে,
রক্ত আমার ভেসে যায়।
নালির শূন্য ঘরে,
সমান্তরাল উন্নত প্রক্রিয়ায়।


তোমার কথা বলা,
এই আমার ছুটে চলা,
শুধু স্পষ্ট দর্শনের পথে,
তোমার সাক্ষাতের নিমিত্তে।


১১ জানুয়ারি, ২০১৮