তোমার মায়া-মাখা চোখ,
দেখে পুনরায় শুরু হোক;
নতুন কোন আয়োজন,
প্রনয়ের শুদ্ধ ব্যাকরন।

সময় দেখো না,
ব্যঞ্জন স্বপ্ন না।

একটু সময় পাশেই থাকো,
তোমার হৃদয় কোণে রেখো।

প্রহার ভেবো না,
হাত ছেড়ে দিও না।  
  
ভালোবাসার আবদার সমীকরণ,
আর একটু কাছে চায় প্রাণ, মন ।


সময় গুণো না,
সীমানার বাহির যেওনা।
  
এই রাত্রি শেষে ভিন্ন ধাঁচে,
তোমার কবিতা নিয়ে বাঁচে।
ভিন্ন এক কন্ঠের আবৃত্তির ভয়,
অভিনব আকারে বিশাল জয়।

আমার দৃষ্টি খুঁজে পেল তোমায়,
আঁধারে হারিয়ে যেও না,হায়!

তুমি থেমে যেও না,
হাত  ছেড়ো না।


চলতে চলতে গল্পের সবটা,
নতুনত্ব শুনাবে বাঁশির সুরটা।

তুমি আমার সম্পূর্ণ কবিতা,
আমার ইচ্ছে-কথার গ্রহীতা।
তুমি আমার হৃদপিন্ডের সীমানা;
তুমিই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি,সম্পূর্ণা ।



১০ জুন, ২০১৯