করে লাভ নেই অযথা অনুনয়,
তোমার দ্বারা হবে না কিছু,আসবেনা জয়।
বৃথা করবে সব শুধুই অপচয়,
বুঝনা তো কিছু অন্যায় ন্যায়।


শুধু তোমার জন্য হচ্ছে অপায়,
চলে যাও দূরে,সবাইকে করে দাও উপায়।
তোমার জন্য সমাজ হচ্ছে অবশ,
নষ্ট হবে আছে যত সম্মান, যশ।


তুমি আজকাল হয়ে গেছো অতি অবাধ্য,
ঠিক করার নেই কারো সাধ্য।
আমরা চাইনা তোমার থেকে যতি,
তুমি থাকলে সমাজের হবে ক্ষতি।


তুমি কখনো কোন সময় ছিলে না অরব,
আজও তাই দরকার নেই পাওয়ার সব।
ভেবো না সমাজ তোমার জন্য অশ্রুসিক্ত,
বরং সমাজ ভুলে যাবে তোমায়,হবে মুক্ত।


হাজার অপবাদ উক্তি কটুক্তি শুনি সর্বদায়
জীবন যুদ্ধে খ্যাতি না হয়, নাই আসলো ভাই!
তবুও রণাঙ্গনে প্রস্তুত লড়তে,যুদ্ধক্ষেত্রের সৈনিক,
আগামীর জন্য ভাঙব,গড়ব,লড়ব,আমি নির্ভীক।



১০ মার্চ , ২০১৬