মানুষটার জন্য মনটা খুব কাঁদে।
কেমন একটা মায়ার মাঝে আটকে আছি।
অনেককে ভুলে গেছি,
কেউ আমায় ভুলে গেছে।


তোমার বেলায় কেমন উল্টো।
বারবার মনে হয় বিবেকে প্রেম মজে না
আবেগ যেখানে কড়া নাড়ে।


তোমার সাথে থাকতে পেরে
সত্যি করে হাসতে শিখে ছিলাম।
হৃদয়কে বোঝার মত
খোঁজার মত খুঁজে ছিলাম।


শীত কালীন নরম রোধ মাখা কিছু সকাল দেখেছি
খুব কাছ থেকে, একান্ত তোমার সাথে থাকতে পেরে।


মুখখানা মলিন করে বসে থাকাটা তুমিই ভুলিয়ে ছিলে।
আজ ভীশন রকম মলিন মুখে
তোমার জলজ্যান্ত মুখশ্রী আপন ইচ্ছায় জাগতে চাইছে।


এতো জনের মত তুমিও তো হতে পারতে!
রাস্তায় দেখা হলে স্মৃতির পাতাগুলো উল্টাতে
কোথায় যেন দেখে ছিলে আমায়!
অথবা, হঠাৎ দেখায় ঘৃণিত মুখে অন্য পথে হাটতে।


নিয়তি কোনো দিন বেনিয়ম করে না
সব মানুষের আড়ালে একটা মানুষই কেন
মনের দর্পণে দর্শন দেবে!