যত ভুলে যাবো বলে ঠিক করি, ততোই যেন ঘুর ফিরে মুখামুখি হচ্ছি প্রতিদিন।
বিভিন্ন বায়নায় কথা হচ্ছে নানা সময়।


কারও মুখে কোনো অভিমানের ছাপ নেই।
পূর্ব পরিচয়ের কোন ভাব নেই
কিন্তু আমরা তো জানি আমাদের মনের কথা।


এই বেশ ভালো, অহেতুক দোষ দেবোনা কেউ কাউকে।
কারো জন্য কেউ সময়কে আটকাতে চাইবো না,
চৌরাস্তার মাথায় ভাড়া করা ছেলেগুলো দাঁড়িয়ে থাকবেনা আমার জন্য।


এখন আর কেউ রাতবেরাত ফোন করে বিরক্ত করবেনা তোমায়,
চায়ের দোকানে বিনা কারণে বসে থাকবেনা কেউ
হয়তো থাকছে এখন অন্য কেউ।


তোমার নামে তৈরি হয়েছে প্রচণ্ড রকম ঘৃণা
যে কোন সময় বিস্ফরিত হয়ে ধ্বংস হতে পারে অনেক কিছু।


এক দিন তুমি আবার ফেরত পেতে চাইবে
সেই সব অতিতগুলোকে।
নিভে যাওয়া প্রদীপটাকে হন্নে হয়ে খুঁজতে থাকবে একটু আলোর জন্য।


চাইবেই জানি, এতে কোন সন্দেহ নেই।
কেননা আমিই তোমায় চিনেছিলাম তোমার সবটুকু।