কথা বলবি তুই?
বল কথা!  
আটকিয়ে রাখে নি তো কেউ।
কাজ করবি?
কর কাজ!
আমার দখলের হিসেবে অভিযোগ না আসলেই;
বদলি হবি না তো তুই।
সংশোধন করবি?
কর সংশোধন!
আমার চালান গুলোতে
আইনের চোখ না দিলেই হয়।
সৎ থাকবি?
থাক সৎ!
শুধু কাগজগুলোতে সই করলেই হয়।


তোর সততার গরম মাথা,
আমার বড় হাত চেনেই না।
যেদিন পকেট থেকে
বের হবে আমার লম্বা হাত !
মানুষের চোখের পানি
মুছে দিতি যে হাতে।
ঐ দিন,
নিজের চোখের পানি মুছবি সেই হাতে।


আত্নগোপনে থাকবি তুই ও!
যেমন তোর আইনের দৌরাত্ম্যে
আমার লোকগুলো ছিল।

মনে নিস না কিছু
এতো আদি প্রবাহ।
তোরে ভালোবাসি
কিন্তু তোর তথাকথিত আইন জঘন্য ।