পড়াশোনার বাজার দর একদম চড়া
কত! কত টাকা, কত! কত সময়
কত স্বপ্ন আর বিশ্বাস
যেন এক সুতায় বাধা।


তবুও আমরা মুনাফা পাচ্ছি কই?  
মুনাফার নামে ভুয়া ভুয়া
কত ডজন খানেক  সাটিফিকেট গলায় ঝুলছে
তার বাজার দর কই?


কত সংগঠন! কত স্কুল! কত কলেজ!
শত শত স্বপ্ন তুলে ধরছে  
প্রতি বছর নতুন রঙে নতুন উদ্যমে
সেসবের বাস্তবায়ন কই?


কোথায় গেল প্রতিশ্রুতি?
কোথায় মুনাফা?
বছর গড়িয়ে বছর এলো
লোকসানের ঝুঁকি বাড়তে থাকলো।


লাভের খাতায় নেই কিছু
নেই চাকুরির  দৈবযোগ।


ছাড়ে হোক আর দরে হোক
বাজার দরের কিন্তু মুদ্রাস্ফীতি হচ্ছে।