শুভ্র  পলাশের ভোর
কুয়াশায় মোড়া ধোঁয়ার চাদর
ঘন কুণ্ডলী বৃহৎ বৃক্ষের গায়ে
দৈত্যের আসর।


ভেজা দূর্বার সাথে;
কীসের সন্ধি তোর?
জুতো মোজায় আবৃত
যুগলবন্দী পায়ের
খোলসটা ছাড়ার
সময় কি  এই ভোর!


এপিডার্মাল পেশির দল
পেয়েছে কি অমৃতের খোঁজ!
ঘর্মাক্ত আর্দ্রতা ছাড়াও
আছে কি অন্য রেণুর ভোজ।


লোমকূপে হয় বিদ্ধ
যেন কাঁটাতারেই শুদ্ধ।
শিশির নামে প্রসিদ্ধ
ঝরে পড়া শত শত
মেঘ কান্নার জল।