নিরুৎসাহিত  জনতার
অলসতা কাটেনি।
ঘুম ঘোর নাশকতার
শৃঙ্খলা ভাঙ্গেনি।


ভেসে আসা মানুষের
ঢল থামেনি।
আলোর নিচে পিষে
যাওয়া সভ্যতার
কষ্ট কমেনি।
ভীড়ের মাঝে
হারিয়ে যাওয়া দুঃখের
সীমানা প্রাচীর থাকেনি।
ফুরিয়ে যায়নি
অব্যক্ত ক্ষোভ!
অপরাধী হওয়ার দাগ।


বসন্তের ভোরে
অপয়া হুতোমের ডাক ,
অপূর্ণ ভালোবাসা খোঁজেনি।
মুসাফির হয়ে ফেরেনি
পূর্ণভবার শহরে।
অদ্ভুত  ভূতুড়ে সময়ের
বয়স বাড়েনি।


অতীতের ভুল
তাই শুধরিয়ে যায়নি।
ঘুমিয়ে পড়া বিবেকের
বোধোদয় হয়নি।